ঝিকরগায় শহীদ শেখ ফজলুল হক মনির ৮১তম জন্মদিন পালিত

মোঃ ইকরামুল করিম সৈকত, ঝিকরগাছা প্রতিনিধিঃ ঝিকরগাছায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণির ৮১তম জন্মদিন পালিত হয়েছে। 
শুক্রবার সন্ধ্যায় ঝিকরগাছা ভাই ভাই মার্কেটের দ্বিতীয়তলায় শহীদ শেখ ফজলুল হক মনির জন্মদিন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে কেক কাটা ও দুয়া অনুষ্ঠানের আয়োজন করে ঝিকরগাছা উপজেলা আওয়ামী যুবলীগ। যশোর জেলা যুবলীগের সহ-সভাপতি আজহার আলীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সাজ্জাদুল আলম, রফিকুল ইসলাম বাপ্পী, শামীম রেজা, সেলিম রেজা, শাহেদুর রহমান শিপলু, জাফিরুল হক, আব্দুল বারিক, আব্দুল জব্বার, আবু জাফর মনি, জাহাঙ্গীর আলম, মনিরুজ্জামান সোহাগ, জুলফিকার আলী ভুট্টো, পৌর যুবলীগের আহবায়ক ইকরামুল হক খোকন, যুবলীগ নেতা আযহারুল ইসলাম লাবু, ইমামুল হাবীব জগলু, নজরুল ইসলাম, ফারুক হোসেন।উপজেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হাবীব শিপলু, সাধারণ সম্পাদক কামাল হোসেন, প্রেসক্লাবের সভাপতি এনামুল হাসান সবুজ, সাধারণ সম্পাদক ইমরান রশীদ। সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম, আসাদুল ইসলাম মিন্টু। উপজেলা ছাত্রলীগ নেতা হৃদয়, হান্নান, সৈকত, আরিফ, নাহিদ, আকিব, রাহুল, সজিব, রবিন, ইমরান, রাজ প্রমুখ। নাভারণ ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক ইমামুল হাসান শুভ, যুগ্ম-আহবায়ক হেদায়েত, গদখালি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমন শেখ, সম্পাদক বিপ্লব শেখ, পানিসারা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার নীলয়, সম্পাদক মোঃ তুষান, ঝিকরগাছা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সোহেল রানা, যুগ্ম-আহবায়ক উসমান।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ