ঝিনাইদহে মাদক সহ আটক-২

ঝিনাইদহে মাদক সহ আটক-২ 
খোন্দকার আব্দুল্লাহ বাশারঃ ভ্রাম্যমান প্রতিনিধিঃ ঝিনাইদহ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের ওসি মোঃ আনোয়ার হোসেন জানান গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ জেলা পুলিশ সুপার জনাব মোঃ মুনতাসিরুল ইসলাম এর দিকনির্দেশনা ডিবি পুলিশের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে ১১ডিসোম্বর শুক্রবার সকালে ঝিনাইদহ থানাধীন সাধুহাটি বাসস্ট্যান্ড থেকে ৬১ ( একষট্টি ) বোতল ফেন্সিডিল সহ আসামি ১।মোঃ হামিম (৩৯),পিতা- মোঃ মোছাদ্দেক,সাং- আমঝুপি ২। মোঃ লিখন (২৬),পিতা- আজাদ আলী,সাং- শুভরাজপুর,উভয় থানা ও জেলা- মেহেরপুরকে গ্রেফতার করে। উল্লেখ্য আসামি মোঃ হামিম (৩৯),পিতা- মোঃ মোছাদ্দেক,সাং-আমঝুপি,থানা ও জেলা- মেহেরপুর এর বিরুদ্ধে বিভিন্ন থানায় ০৫ (পাঁচ) এর ও অধিক মামলা আছে।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ