সম্ভব্য চেয়ারম্যান পদপ্রার্থী সুবেদার আফতাব উদ্দীনের পক্ষ থেকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধিঃ সিলেট জেলার কানাইঘাট  উপজেলার  ৫ নং বড়চতুল  ইউনিয়ন সম্ভব্য চেয়ারম্যান নৌকা পদপ্রার্থী জনাব বীর মুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দীন  পক্ষ থেকে সবাইকে ইংরেজি নববর্ষের  শুভেচ্ছা। শুভ হোক ২০২১ সাল।

আমরা সকলেই জানি ২০২০ সাল টা আমাদের জন্য খুব কষ্টকর ছিল, মহামারি করোনা ভাইরাসের কারণে সকল শ্রেণীর মানুষের কম বেশী ক্ষতি সাধিত  হয়েছে। কেউবা নিজের প্রিয়জনদের  চিরো দিনের জন্যে হারিয়েছি। 

আঁধার ভেদ করে সূর্য কিরণ,প্রতি জীবন দুয়ারে পৌঁছে যাক, 
যাপিত জীবনের যাবতীয় গ্লানি,ভুলে এসো রাঙিয়ে তুলি জীবনের নতুন বছর ২০২১ সাল। 

স্বাস্থ্যবিধি মেনে চলি নিরাপদে থাকি।
শুভ হোক ২০২১সাল 
সবার জন্যে শুভ কামনা

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ