মোহনগঞ্জে ডাক্তারদের বিক্ষোভ সমাবেশ

আজহারুল ইসলাম মোহনগঞ্জ (নেত্রকোনা)প্রতিনিধিঃ জামালপুরে কর্তব্যরত দুই ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের ওপর রোগীর স্বজন ও  পুলিশি হামলার প্রতিবাদে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তাররা বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে। 

এ সময় তারা অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দেয়ার দাবি জানান।
বুধবার বেলা ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ বিক্ষোভ সমাবেশ ও মানবন্ধন কর্মসূচি পালন করা হয়। এ কর্মসূচির অংশ হিসেবে তারা প্রাইভেট চিকিৎসা অনিদিৃষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন। 

এ সময়  মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুবীর সরকার, ডা. শাকের আহমেদ জনি, ডা. জেবিন ফেরদৌসী, ডা. জান্নাতুন নেছা চাঁদনী, ডা. মাহমুদা আক্তার আঁখি, ডা. শাহরিয়ার জাহান ওসমানী, ডা. আকিদা খানম শান্তা, ডা. অলক কান্তি তালুকদার, ডা. আসিফ নেওয়াজ সহ হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ