মামুনুর রশিদ, দিনাজপুর প্রতিনিধি: গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় স্থানীয় জোড়া ব্রিজ থেকে একটি আনন্দ র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই জায়গায় এসে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত পথসভার আয়োজন করা হয়। বাংলাদেশ আওয়ামী যুবলীগ জেলা শাখার ব্যানারে উক্ত আনন্দ র্যালি ও পথসভায় উপস্থিত ছিলেন যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ সদর উপজেলা ও শহর যুবলীগ শাখার নেতাকর্মীরা।
এ সময় আয়োজকরা বলেন, ২০১৮ সালের ৩০শে ডিসেম্বরে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের বিজয় হয়।