রাজশাহী ব্যুরো: রাজশাহীর বাগমারার এক কৃষকের আলুর জমির গাছ কেটে ফেলেছে দুবৃর্ত্তরা। আসন্ন পৌরসভা নির্বাচনের এক কাউন্সিলর প্রার্থীর পক্ষে কাজ করার কারণে দুবৃর্ত্তরা ক্ষেতের আলু নষ্ট করতে পারে বলে তিনি বা এলাকাবাসির ধারণা। স্থানীয় লোকজনের সূত্রে জানা গেছে, ডাক্তা গ্রামের কৃষক আবদুল কুদ্দুস বিলসতি বিলে ১০ শতক জমি বর্গা নিয়ে সেখানে আলু চাষ করেছিলেন। যত্ন করে আলুগাছগুলো বেড়ে ওঠেছিল।খেতের পরিচর্যার জন্য জমিতে আসেন। এসময় খেতের সব আলুগাছ কাটা অবস্থায় দেখতে পান,আলুর গাছ কাটা দেখে এসময় তিনি কান্নায় ভেঙে পড়েন।
তাঁর খেতের আশপাশে আলুখেত অক্ষত অবস্থায় থাকলেও কেবলমাত্র তাঁর খেতই নষ্ট করা হয়েছে।
আগামি ১৬ জানুয়ারি এই পৌরসভার নির্বাচন।
স্থানীয় কাউন্সিলর হাসান আলী বলেন, কৃষক আবদুল কুদ্দুসের আলুর গাছ নষ্ট করে অমানবিকতার পরিচয় দেওয়া হয়েছে। ফসলের সঙ্গে শক্রুতা করা উচিত হয়নি।