কিশোরগঞ্জের আমিনুল হক আর নেই

কিশোরগঞ্জের আমিনুল হক আর নেই

মোঃ লাতিফুল আজম,কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়াল পুকুর খয়ের দারোগা পাড়া গ্রামের মরহুম খয়ের উদ্দিন দারোগার ৩য় পুত্র ও সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম স্বপ্না'র বড় ভাই আমিনুল হক আমিন গত  ১৬ ডিসেম্বর কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থয় শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। জানা গেছে, তিনি বেক্সিমকো কোম্পানির সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন। জীবনের শেষ সায়াহ্নে তিনি স্ত্রী,, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, গুনগ্রাহী রেখে গেছেন। আগামীকাল ১৯ ডিসেম্বর শনিবার বাদ জোহর  মরহুমের পৈতৃক নিবাস পানিয়ালপুকুর খয়ের  দারোগার পাড়ায়  জানাজার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে সমাহিত করা হবে। শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়েছেন, সাংবাদিক মিজানুর রহমান, লাতিফুল আজম, আনোয়ার হোসেন, আহসানুল হক চন্দন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ