নওগাঁয় লিটন ব্রিজের নিচে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁ শহরের লিটন ব্রিজের নিচে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এলাকাবাসীর সংবাদে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয় দোকানি ও পথচারীরা জানান, ব্রিজের নিচ থেকে তীব্র দুর্গন্ধ বের হচ্ছিল। পরে তারা নিচে তাকিয়ে পুরনো লুঙ্গি ও জ্যাকেট পরিহিত অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। মৃত ব্যক্তিকে এর আগে এলাকায় কেউ দেখেনি বলেও জানা গেছে।