মিরসরাইয়ে মনু ভূঁইয়াপাড়া সড়কের নির্মাণ কাজের উদ্বোধন


মিরসরাই প্রতিনিধিঃ
চট্টগ্রামের মিরসরাইয়ে দীর্ঘদিন ধরে অযত্নে অবহেলায় পড়ে থাকা সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকালে সড়কটির কাজের উদ্বোধন করেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন।জানা গেছে, উপজেলার মায়ানী ইউনিয়নের পুর্ব মায়ানী মনু ভূঁইয়াপাড়ার এই সড়কটি দীর্ঘদিন খানাখন্দভরা ছিলো। সম্প্রতি স্থানীয়রা উপজেলা কৃষকদলের আহবায়ক আশরাফ উদ্দিনকে বিষয়টি অবহিত করলে তিনি জেলা পরিষদ বরাবর লিখিত আবেদনের প্রেক্ষিতে সড়কটির নির্মাণ কাজ শুরু হয়। এতে ওই এলাকার মানুষের মাঝে স্বস্তি দেখা যায়।স্থানীয় শাহাদাত হোসেন রাকিব জানান, এই সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দভরা ছিলো। এখানকার মানুষ খুব কষ্টে এই সড়কে চলাচল করতো। বিশেষ করে স্কুল, কলেজ, মাদ্রাসা ও মুমূর্ষূ রোগী বহনে বেশী বিপদে পড়তে হতো। তবে আজকে সড়কটির নির্মাণ কাজ শুরু হওয়ায় আমাদের মাঝে স্বস্তি ফিরেছে।

উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে জনদুর্ভোগের কারণ হয়ে থাকা মনু ভূঁইয়াপাড়া সড়কের উন্নয়নকাজ আজ শুরু করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এই সড়কটি শুধু একটি পথ নয়—এটি স্থানীয় মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও ব্যবসাসহ দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ চলাচল ব্যবস্থার একটি অংশ। এই সড়কটি দৃশ্যমান উন্নতি হলে সাধারণ মানুষের ভোগান্তিও কমে আসবে।এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা হায়দার মাহমুদ শিপন, ইউনিয়ন কৃষকদলের সভাপতি সাহেদ আহসান, ১ নং করেরহাট ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক নুরুল হাসান, সহ-সভাপতি শাহাদাত হোসেন রাকিব। 


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ