কাজিপুরে গান্ধাইল ইউনিয়নে ৪০ দিনের কর্মসৃজনশীল প্রকল্পে অনিয়মের অবিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ কাজিপুরে গান্ধাইল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ৪০ দিনের কর্মসৃজনশীল প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে।  রবিবার সকাল ১১ টায় সরে জমিনে গিয়ে দেখা যায়  লেবার ধরা আছে ২৫ জন অথচ কাজ করতে দেখা যায় ৯ জন  তাহলে বাকি ১৬ জন লেবার কোথায়? এই বিষয়ে প্রকল্প সভাপতি ও ইউপি সদস্য আঃ ছামাদ বলেন  আমরা এখানে বসে আছি বেশ কয়েক জন আমাদের ও হাজিরা উঠবে এটা অফিস ও জানে।এ বিষয়ে গান্ধাইল ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম কে মুঠো ফোন করলে তিনি জানান এ বিষয় আমি অবগত নই তবে বিষয় টি আমি দেখছি। কাজিপুর পি আই ও কে  এই ০১৭৪৮৯৮১৮৬৭ নাম্বারে মুঠো ফোনে ফোন করলে তিনি ফোন রিচিব করেন না। নাম প্রকাশের অনইছুক তারা বলেন এই মেম্বর এটা নতুন কিছু না সে বিগত কয়েক টি কর্ম সূচিতেই এ রকম অনিয়ম করে কিন্ত দেখার কেউ নেই। সে আসলে কিসের প্রভাব খাটায় বুজিনা।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ