মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে
গামছা লুঙ্গি গায়ে পড়ে.
লোভ ছিল না তাদের মনে
রক্ত দিয়ে দেশ স্বাধীন করে।
স্বাধীনতার তরে রক্ত ডালে
সাত কোটি মানুষ অস্ত্র ধরে.
সারা গায়ে রক্তের গয়না পরে
ঘর ছেড়ে অনেক মুক্তি যুদ্ধা মরে।
অত্যাচার নির্যাতন ধুঁকে ধুঁকে
লক্ষ মানুষ মরে হাটে,ঘাটে,মাঠে.
এই দেশ হয়েছিল রক্তে রঞ্জিত
গুলিবিদ্ধ হয়েছিল লক্ষ লক্ষ।
তবুও ছাড়েনি দেশ
স্বাধীন করেছে বেশ.
নত শির করেছে তারা
পরাজয়ের স্বাক্ষর দিয়েছে পাকবাহিনীরা।
বীরদর্পে মাথা উঁচু
নির্ভীক বাঙালির স্বপ্ন মুক্ত.
স্বাধীনতা মোরা পেয়েছি
শত্রুকে নিরুদ্দেশ করেছি।