![]() |
রাণীশংকৈলে ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত |
কলিন চন্দ্র (ইতু) রায়,ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ঘন কুয়াশা শীত উপেক্ষা করে উপজেলা প্রশাসনের উদ্যাগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত করা হয়েছে। এ দিবস উপলক্ষে আজ সোমবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতাল জুলকার নাইন কবীর স্টিভ'র সভাপতিত্বে এ সময় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আ'লীগের সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক, মহিলা ভাইস-চেয়ারম্যান শেফালি বেগম, আ'লীগের সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহমেদ, পৌর আ'লীগের সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, ওসি তদন্ত আব্দুল লতিফ, প্রেসক্লাবের সভাপতি ফারুক আহমেদ সরকার,
বীর মুক্তিযুদ্ধা হাবিবর রহমান, মহিলা আওয়ামীলীগ সম্পাদিকা ফরিদা ইয়াসমিন, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহরিয়ার প্রমূখ।