কোটচাঁদপুরে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ধর্ষণ, দুই ধর্ষক আটক


খোন্দকার আব্দুল্লাহ বাশার,খুলনা ব্যুরো প্রধানঃকোটচাঁদপুর বিজয় দিবসের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার ফেরার পথে ধর্ষণের শিকার হয়েছেন ৬ ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রী। এ ঘটনায় দুই ধর্ষকে আটক  করেছে কোটচাঁদপুর মডেল থানার পুলিশ। গত বুধরার রাতে পৌর শহরের কাশিপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, কাশিপুর গ্রামের মিনুর বাড়ির সামনে বিজয় দিবস উপলক্ষে স্থানীয়রা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। রাত ১০ টার দিকে ওই গ্রামের জৈনক্য ব্যক্তির কন্যা ( ছদ্ম নাম,) মারিয়া অনুষ্ঠান দেখে বাড়ি ফিরছিলো। এ সময় কয়েক জন দুষ্কৃতকারী তাকে মুখ চেপে ধরে পার্শ্ববর্তী মাঠে নিয়ে গিয়ে জোরপুর্বক পালাক্রমে ধর্ষণ করে। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করেন। পারে ঔ মেয়ের জবানবন্দি অনুযায়ী রাতেই অভিযান চালিয়ে বড়বামদহ গ্রামের আতিয়ার ঘটকের ছেলে মোঃ সাকিব (২২) মোতালেব কাজীর ছেলে মোহাম্মদ আলী (২৩) ও মৃত ফারুক হোসেনের ছেলে মোঃ জিহাদ কে আটক করে। পরে যাচাই-বাছাই শেষ জিহাদ কে ছেড়ে দেয় পুলিশ। ওই কিশোরীর মামা বাদী হয়ে বৃহস্পতিবার থানায় মামলা করেন। মামলা নাং ৯ তাং ১৭-১২-২০। বৃহস্পতিবার পুলিশ   কিশোরীর ডাক্তারী পরীক্ষার জন্য ঝিনাইদহ নিয়ে যায়। এ বিষয় মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই ওয়াহেদ জানন এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ভুক্তভোগী ওই কিশোরী ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। আটক দুই জনকে আাদালতে পাঠানো হয়েছে।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ