ফেসবুক ম্যাসেঞ্জার নিয়ে ব্যবহারকারীরা বিপত্তিতে

নিউজ ডেস্কঃ জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ম্যাসেঞ্জার নিয়ে বিপত্তিতে পড়েছেন ব্যবহারকারীরা। মোবাইল ফোন কিংবা ল্যাপটপ-ডেস্কটপ সংস্করণে এই সমস্যা দেখা দিয়েছে। তবে এটি শুধুমাত্র বাংলাদেশের সমস্যা নয়, সারা বিশ্বে একই সমস্যা দেখা দিয়েছে বলে জানা গেছে।

ব্যবহারকারীদের কাছ থেকে জানা গেছে, গতকাল  বুধবার (৯ ডিসেম্বর) বিকাল হতে এই সমস্যা দেখা দিয়েছিল। তবে আজ এই সমস্যা ব্যাপক হারে বেড়েছে।

বাংলাদেশ, ভারত, যুক্তরাজ্য, ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশের ব্যবহারকারীরা অ্যাপটি ব্যবহার করতে সমস্যার মুখোমুখি হচ্ছেন। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অনেকেই বিরক্তি প্রকাশ করছেন এ ব্যাপারে।

প্রথমে দেখা যায়, বাংলায় টেক্সট করলে তা একগাদা জিজ্ঞাসা চিহ্নে রূপান্তরিত হয়ে যাচ্ছে। তবে ইংরেজিতে লিখলে এই সমস্যা হচ্ছিল না। মাঝেমধ্যে কানেকটিং... লেখাও দেখাচ্ছে।
 
আইটি বিশেষজ্ঞরা বলছেন, ম্যাসেজিং সিস্টেমে সমস্যা থাকায় অনেকেই এ বিড়ম্বনায় পড়ছেন। বিশেষ করে যারা ফেসবুক কেন্দ্রীক অনইলাইন ব্যবসা করেন তাদের ক্ষেত্রে সমস্যাটা বেশি হচ্ছে। 
 

আইটিএ

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ