মোংলায় শিল্পী এম আই রাজুর গান ভাইরাল

মোঃএরশাদ হোসেন রনি, মোংলাঃ মোংলার শিল্পী এম আই রাজুর গান ভাইরাল। ছোট বেলা থেকেই রাজুর গানের প্রতি ছিল প্রচন্ড ঝোক। খেলার মাঠের পাশা পাশি বিভিন্ন সামাজিক উন্নয়ন মুলক কাজ করতে দেখেছে মোংলা বাসি, কিন্তু তার ভিতরের এই সুপ্ত প্রতিভা প্রথম দেখলো মোংলাবাসি। নিজে গান লিখেন, নিজে সুর বাধেন এবং শেই গান নিজেই গেয়ে থাকেন। এমন প্রতিভা সচারআচার সবার হয় না। প্রিয় মোংলাবাসি সত্যিই এমন প্রতিভা পেয়ে ধন্য। এম আই রাজুর প্রথম মৌলিখ গান শুধু তুই তুই সাড়া তুলেছে মোংলার অলিতে, গলিতে, চায়ের দোকানে। আমি ব্যাক্তি গত ভাবে এম আই রাজুর সাথে কথা বলি এবং জানতে চাই "শ্রতাদের জন্য আর কোন গান আসতেছে কি না? উত্তরে তিনি বলেন তার পরবর্তি গান "ভিশন শখের পাখি" অডিও এবং ভিডিওর কাজ প্রায় শেষ। খুব শিগ্রহই শ্রতাদের মোন কাড়তে আসছে স্যাড রোমান্টিক আরো একটি চমৎকার গান। প্রথম গানেই এমন সাড়া দেখে আত্ববিস্বাস নিয়ে এম আই রাজু বলেন পরবর্তি গান আরো সুন্দর করে সাজানো হয়েছে শ্রতাদের জন্য। ইতি মধ্যেই "শুধু তুই তুই" গান তরুণ প্রজন্মের ভিতরে ব্যাপক সাড়া ফেলেছে‌।


গান: শুধু তুই তুই [Shudhu Tui Tui]
শিল্পী: এম আই রাজু [M I Razu]
কথা ও সুর: এম আই রাজু [M I Razu]
মডেল: মাহিয়া মিম এবং সবুজ আসরাফ সুপ্ত
পরিচালক: ওয়াহিদ বিন চৌধুরী
ইউটিউব চ্যানেল Orko Muisic Station এ গানটি পাওয়া যাবে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ