![]() |
পটিয়ায় পাঁচ শতাধিক মানুষের মাঝে যুবদল নেতার সুরক্ষা সামগ্রী বিতরণ |
সেলিম চৌধুরী, স্টাফ রিপোর্টারঃচট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ শাহজাহান চৌধুরীর ব্যাক্তিগত উদ্যোগে গতকাল রবিবার সন্ধায় বৈলতলী রোড় কার্যলয়ে পাঁচ শতাধিক মানুষের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ- সভাপতি আনোয়ার ইসলাম মিয়া, সহ-সভাপতি রবিউল হোসেন বাদশা, পৌর বিএনপি নেতা মোসলেম উদ্দীন, মফিজুর রহমান, দঃ জেলা যুবদল যুগ্ম সম্পাদক আল রায়হান সোহেল, জাহাঙ্গীর আলম, আবদুল সালাম, পৌর যুবদল নেতা জসিম তালুকদার, আনোয়ার হোসেন সুমন,উপজেলা যুবদল নেতা সাজ্জাদ আলম আলভী, মোঃ আবদুল আজিজ, জালাল,করিম,আলমগীর, টিটু প্রমুখ। এসময় দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ শাহজাহান চৌধুরী
তার বক্তব্যে বলেন, করেনা ভাইরাস সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে হলে পরিস্কার
পরিচ্ছন্নতার বিকল্প নেই। তিনি আরোও বলেন, সকলের সচেতনতা ভুমিকাই মূখ্য। তাই উপযুক্ত পারিশ্রমিক ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। দক্ষিণ জেলা যুবদলের সহ সভাপতি আনোয়ার ইসলাম মিয়া বলেন,
দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ করব।সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি রবিউল হোসেন বাদশা বলেন, সারা বিশ্বের মত বাংলাদেশেও আসন্ন শীতে করোনার দ্বিতীয় ঢেউ এর প্রকোপ শুরু হয়েছে। মানুষ যদি এখনই সচেতন না হয়, স্বাস্থ্যবিধি না মানে, তাহলে আসন্ন শীতে আবারও ভয়াবহ রূপ ধারন করতে পারে করোনা ভাইরাস এর থেকে রক্ষা পেতে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে ছলার আহবান জানান তিনি।