কাউন্সিলর পদে নির্বাচন করবেন শেখ মোহাম্মদ বেলাল উদ্দীন


সেলিম  চৌধুরী, স্টাফ  রিপোর্টারঃ-করোনা ভাইরাস মহামারীতে পৌরবাসীর পাশে থাকা, সালিশ দরবার, বিয়েসহ সামাজিক অনুষ্ঠানে সম্ভাব্য প্রার্থীদের উপস্থতিতি  জানান দিচ্ছেন  পৌর নির্বাচন  সমাগতরা । চায়ের আড্ডা আর  রাজনীতরি মাঠে আওয়ামী র্প্রাথীদরে চলছে সরগরম প্রচার। পটিয়া পৌরসভার সম্ভাব্য র্প্রাথীরা ছুটছেন দলীয় হাইকমান্ড আর তৃণমূল নেতা কমীদরে মন জয় করার।ভোটারদের  সর্মথন আদায়ে দরজায় কড়া নাড়ছেন। আওয়ামী লীগরে মনোনয়ন প্রত্যাশীরা মাঠে সরব। তবে বএিনপরি সম্ভাব্য র্প্রাথীরা রয়ছেনে নীরব। প্রচারেও নিচ্ছেন ভিন্ন কৌশল! তারই ধারাবাহিকতায় পটিয়া পৌরসভার ৪ নং ওয়ার্ডে দলীয় সমর্থন প্রত্যাশী শেখ মোহাম্মদ বেলাল উদ্দীন। তিনি পটিয়া পৌর  সদরের ৪ নং ওয়ার্ডের মাঝেরঘাটা এলাকার হাজী মুন্সি মিয়ার পুত্র। শিক্ষাজীবন শেষে তিনি নিজেই গড়ে তুলেন ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স শাহ্ আলিমুদ্দিন ট্রেডার্স। ব্যবসা পরিচালনার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত। তিনি পটিয়া পৌরসভা সেচ্চাসেবক লীগের যুগ্ম আহ্বায়কের পাশাপাশি বর্তমানে পটিয়া পৌর আওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যান সম্পাদকের দায়িত্ব পালন করে



যাচ্ছেন। তার আগে তিনি ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পটিয়া পৌরসভা আওয়ামীলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। সম্ভাব্য প্রার্থী শেখ মোহাম্মদ বেলাল উদ্দীন বলেন,  আমি অতি সাধারণ


মানুষ কিন্তু আমার ইচ্ছা সমাজের মানুষের জন্য কিছু করা। জনগণের পাশে থেকে তাদের সেবা করাই আমার লক্ষ্য। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে রাস্তায় নেমেছি। দল থেকে মনোনয়ন পেলে এলাকায় যথোচিত উন্নয়ন করার প্রতিজ্ঞাবদ্ধ থাকবো। আমি বয়সে তরুন। তাই নতুন প্রজন্মকে একটি সুন্দর-মাদকমুক্ত এবং পটিয়া  পৌরসভার ৪ নং ওয়ার্ড কে পরিচ্ছন্ন ওয়ার্ড গড়ে তোলতে যা যা করণীয় সবই করা সম্ভব হবে বলে তিনি জানান।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ