মোঃ আওলাদ হোসেন জেলা প্রতিনিধি ভোলাঃদৌলতখান ভোলার লালমোহন পৌর সভার ৪নং ওয়ার্ডে মোঃ আল-আমিন (২৫) নামের এক যুবকের হাত বাধা ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন থানা পুলিশ।
বুধবার দুপুরে খবর পেয়ে পৌর সভার ৪নং ওয়ার্ডে একটি বাগানে গাছের সাথে হাত বাধা ঝুলন্ত অবস্থায় আল-আমিনের লাশ উদ্ধার করে থানা পুলিশ। খবর পেয়ো এ সময় লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান, ওসি মাকসুদ মুরাদ, ৪নং ওয়ার্ড কাউন্সিলর রায়হান মাসুম ঘটনাস্থল পরিদর্শন করেন।
আল-আমিন ওই এলাকার মোস্তফার ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যারপর পাশ্ববর্তী সাফিয়া খানম দাখিল মাদ্রাসার সামনে জসিম উদ্দিনের দোকানে চা খেয়েছে আল-আমিন। রাতে আর বাসায় যায়নি সে। বুধবার দুপুর ১২টার দিকে আল-আমিনকে একটি নির্জন বাগানে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। পুলিশ ও স্থানীয়দের মতে, আল-আমিনকে কৌশলে হাত বেধে গাছের সাথে ঝুলিয়ে হত্যা করা হয়েছে।