জীবন মানেই প্রতিনিয়ত মেঘ রৌদ্রের খেলা
কখনও মেঘ আবার কখনও রৌদ্রের ঝলকানি
কিছু ভুলের মাশুল গুনতে হয় জীবনের পথে
ভুলগুলো জীবনে জড়িয়ে ছিল কষ্ট হয়ে।
তবুও জীবন যাপন করতে পিছু হটে যাইনি
মহান আল্লাহর কাছে সাহায্য চেয়েছি প্রতিনিয়ত
ভুলগুলো পরিবার থেকে-ছিন্ন করেছিল
পরিবার থেকে দূরে ছিটকে পরেছিলাম আমি।
আমি সবসময় আল্লাহর কাছে সাহায্য চাইতাম
মহান আল্লাহ তায়ালা আমাকে সাহায্য করেছেন
আবারও পরিবারের সদস্যরা একত্রিত হয়েছি
ভুলগুলো থেকে অনেক কিছু শিখতে পেরেছি।
একটি সুখী পরিবার সবসময় অনেক সুখের হয়
সুখী পরিবার আবারও ফিরে পেলাম কষ্টের পরে আর যেনো জীবনের পথে কোনো ভুল না করি পরিবারের সবাই মিলেমিশে ভালো আছি এখন।