আলমগীর হোসেন, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধিঃকুমিল্লা উত্তর জেলাধিন বহুলপরিচিত উপজেলা দেবিদ্বারে এবার ড্রেনে নবজাকতের জীবিত দেহ উদ্ধার করেছে ছোট আলমপুরের একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা (পরিচয় গোপন)। আজ মদ্যরাতে কে বা কাহারা নবজাতক এই শিশুটিকে তার বাসার পাশের ড্রেনে ফেলে চলে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, গভির রাতে কয়েক জন এসে এই নবজাতক শিশুটিকে ময়লাযুক্ত ড্রেনে ফেলে চলে যায়। মদ্যরাত থেকেই শিশুটির কান্নার শব্দ শোনা যাচ্ছিলো। বিড়ালের ডাক ভেবে তার আর খোঁজ নেওয়া হয়নি। পরে ভোরে শিশুর কান্নার আওয়াজ নিশ্চিত হয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্রমতে শিশুটির কোনা ক্ষয়ক্ষতির লক্ষণ দেখা যায় নি।উক্ত প্রধান শিক্ষিকা শিশুটির কান্নার শব্দ প্রথমে বুঝতে না পারায় কান্নায় এবং অনুসোচনায় ভেঙ্গে পরে। এবং এমন নেক্কার কাজের জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
তিনি আরও বলেন, মানুষ দিন দিন পশুর চাইতেও অধম হয়ে যাচ্ছে। এমন নিষ্পাপ শিশুটিকে যারা ফেলে গিয়েছে তাদের ধিক্কার ও ঘৃনা জানাই।