বিএমএসএফ-বন্দর জোন কমিটির জরুরী বর্ধিত সভা সম্পন্ন

হাসান রিফাত, চট্টগ্রাম প্রতিনিধিঃ ৩১ডিসেম্বর ২০২০, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম( বিএমএসএফ)'এর'বন্দর জোন কমিটির জরুরী বর্ধিত সভা ৩১ডিসেম্বর ,বৃহস্পতিবার সন্ধ্যায় বন্দরটিলাস্থ  একটি  রেস্তোরেন্টে সম্পন্ন হয়। 
সাবেক সিনিয়র সহ-সভাপতি জাফর ইসলাম জাহিদ'র সভাপতিত্বে, সাঃসম্পাদক মুঃবাবুল হোসেন বাবলা'র পরিচালনায়ে সভাতে কেন্দ্রিয় কমিটি নির্দেশিত বিগত দিনের কমিটি বিলুপ্ত করে বর্তমানে ১১সদস্যর আহবায়ক কমিটি গঠন,শীত বস্ত্র বিতরণ কর্মসূচি এবং সাংবাদিক পরিচয়ে অনৈতিক কর্মকান্ড-চাদাঁবাজি সহ অপরাধীদের প্রতিরোধে সিএমপি কমিশনার কে (১৬থানার ওসি )বরাবরে স্মারক লিপি প্রদান করার ব্যাপারে সিদ্ধান্ত গৃহিত।
সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন-জেলা কমিটির সাবেক সদস্য ও জোন কমিটির উপদেষ্টা সদস্য- মোঃ নাছির উদ্দিন, অর্থ সম্পাদক মোঃ আবুল খায়ের, দৈনিক নব দেশ বার্তার ব্যুরো প্রধান মোঃ হোসেন মিন্টু, সাংবাদিক মোস্তাফিজুর রহমান, মোঃ শাহিন আলম, সদস্য হাসান রিফাত, মিসেস শাহীনুর খানম এবং নির্বাহি কমিটির অন্যান্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
 ২০২১ সালের০১লা জানুয়ারী থেকে১০ জানুয়ারীর মধ্যে ১৫ সদস্যর বিএমএসএফ-বন্দর জোন কমিটির পূনাঙ্গ কমিটি,শীত বস্ত্র বিতরণ এবং সাংবাদিক পরিচয়ে অনৈতিক কর্মকান্ড প্রতিরোধে বিএমএসএফ সংগঠন জোরালো কাজ করবে বলে অঙ্গীকার করেছেন। মহতী কাজ গুলোতে সর্বস্তরের সাংবাদিক সমাজ কে এগিয়ে ঐক্যবদ্ধ এগিয়ে আসার বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন বিএমএসএফ।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ