সেলিম চৌধুরী স্টাফ রিপোর্টারঃ-গত ২১ জানুয়ারি বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা পটিয়া উপজেলা (পূর্ব) পরিষদের ব্যবস্থাপনায় ছাত্রসেনার ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ছাত্রসমাবেশ ও বর্ণাঢ্য র্যালী সম্পন্ন হয়। এতে সভাপতিত্ব করেন ছাত্রসেনা উপজেলা পূর্ব পরিষদের সভাপতি ছাত্রনেতা মিজান উদ্দিন।
ছাত্রনেতা শহীদুল ইসলাম সাগর এর সঞ্চলনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের পৌরসভার মেয়র পদপ্রার্থী জননেতা আলহাজ্ব আলী হোসাইন, উদ্ভোধক জননেতা আকতার হোসাইন, জননেতা ইউছুপ জিলানী, জননেতা আবুল কালাম লিটন, কাজী মফিজুর রহমান, যুবনেতা আইয়ুব আলী মিজান, সাবেক আহবায়ক ছাত্রনেতা গোলাম সরোয়ার, যুগ্ম আহবায়ক ছাত্রনেতা সাইফুদ্দীন, উপজেলার সাধারণ সম্পাদক মো: আলমগীর, মো: নুরুল আলম ছোটন, মো: আলীম, জুনায়েত, রিফাত, হাসান,রায়হান প্রমূখ।
এতে বক্তরা বলেন ১৯৮০ সালে ২১ জানুয়ারী প্রতিষ্ঠার পর থেকে অত্র সংগঠনের দ্বারা কোন চাঁদাবাজি, টেন্ডার বাজি, সন্ত্রাসী কার্যক্রম ঘটেনি, যার ধারাবাহিকতায় ছাত্রসেনার ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকীর শপথ হিসেবে আগামী ১৪ ফেব্রুয়ারী পটিয়া পৌরসভা নিবার্চনে জননেতা আলহাজ্ব আলী হোসাইনকে নিবার্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
পৌর মেয়র পদপ্রার্থী জননেতা আলহাজ¦ আলী হোসাইন বলেন দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও জনবান্ধব পৌরসভার গড়ে তুলতে মোমবাতি মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।