পটিয়া পৌরসভা ৬নং ওয়ার্ড শ্রমিকলীগ সন্মেলন সম্পন

সেলিম চৌধুরী  স্টাফ রিপোর্টারঃ পটিয়া পৌর ৬ নং ওয়ার্ড  জাতীয় শ্রমিকলীগের  ৬ নং ওয়ার্ড  কাউন্সিল ২৪ জানুয়ারি রবিবার বিকালে  পাইকপাড়া স্কুল সংলগ্ন এলাকায় পৌর জাতীয় শ্রমিকলীগ সভাাপতি শফিকুল ইসলাম  শফির সভাপতিত্বে সাধারণ সম্পাদকক  মোজাম্মেল হক সঞ্চলনায় সম্পন্ন হয়েছে। এতে  প্রধান অতিথি   ছিলেন  দঃ জেলা   শ্রমিক লীগ  সভাপতি  নুরুল হাকিম। প্রধান বক্তা ছিলেন পৌর মেয়র আইয়ুব বাবুল, বিশেষ অতিথি  ছিলেন  পৌর আওয়ামী লীগ সহ- সভাপতি নাছির উদ্দীন,   কামরুল হাসান বাবু, উপজেলা  শ্রমিক লীগ সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইচুপ নবী টিপু।  পৌর  শ্রমিক লীগের সহ- সভাপতি মোঃ কলিমুর রহমান,   মোঃ আগুন চৌধুরী,   মোঃ হারুন, মোঃ  বাপ্পি, জসিম উদ্দিন।  শাহ আলম,   অশীথ দে, রিয়াদ, জিল্লুর রহমান  মোঃ হেলাল,শিব রাম দে প্রমুখ।  সভায় ৬ নং ওয়ার্ডে জাতীয় শ্রমিক লীগের ২১ সদস্য  বিশিষ্ট কমিটি সভাপতি মোঃ বাসেক, সাধারণ সম্পাদক মোঃ রুবেল।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ