মোঃ রবিউল সরদার,মান্দা,নওগাঁ: ঐতহ্যি বাহী নওগাঁ জেলার অন্ত্রগত বিষ্নপুর ইউনিয়নে অবস্তিত খোদ্দবান্দাইখাড়া গ্রাম। মান্দা সদর থেকে প্রায় ২৬ কিঃ দক্ষিনে অবস্থিত, নওগাঁ থেকে ২৬ কিঃ দক্ষিন পশ্চিমে অবস্থিত বিষ্নপুর ইউনিয়নে অবস্থিত দূর্গম এলাকা খোর্দ্দবান্দাইখাড়া, এই অঞ্চলের মানুষ বহুদিন ধরে অনেক কষ্ট করে বিভিন্ন হাট বাজারে শহরে বন্দরে যাতায়াত করছে, তাই সাধারণ মানুষের দূর্ভোগের কথা চিন্তা করে বর্তমান সরকারের নওগাঁ ৪ আসনের, মাননীয়, সাংসদ সদশ্য বীর মক্তি যোদ্ধা জনাব, মুহাম্মদ ইমাজ উদ্দনি প্রাং এমপির মাধ্যমে গত ২৭/১২/২০ইং তারিখ এই এলাকার গ্রামিন রাস্তার কাজ শুভ উদ্বোধন করনে, উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, মান্দা উপজলো কৃষক লীগরে সংগ্রামী সাধারন, সম্পাদক ও ১৪ নাং বিষ্নপুর ইউপি চেয়ারম্যান পদ র্প্রাথী,এস এম গোলাম আজম, ও এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ এলাকার মানুষের একটাই দাবি এই কাজটি যেন সঠিক সময়ে সুষ্ঠভাবে সম্পর্ণ হয়।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)