গাজীপুর প্রতিনিধিঃ শ্রীপুর পৌর নির্বাচনের ধানের শীষের প্রার্থীর পূর্বনির্ধারিত নির্বাচনী সভা সন্ত্রাসীদের কারনে বাতিল করা হয়েছে।
১৪ই জানুয়ারি পৌর এলাকার মাওনা শহরে নিবাচন কমিশন অফিস ও মাওনা পুলিশ ফাঁড়ি কর্তৃক অনুমতিপ্রাপ্ত ধানের শীষ প্রার্থীর সমাবেশ হওয়ার কথা থাকলেও নৌকা প্রার্থীর সন্ত্রাসীদের অতর্কিত মহড়া ও হামলা আতঙ্কে তা বাতিল করতে বাধ্য হয়েছে।
গতকাল ধানের শীষের প্রার্থী বিভিন্ন জায়গায় গনসংযোগ করার সময় নৌকা প্রার্থীর সমর্থক সন্ত্রাসীরা মটরসাইকেল নিয়ে দা, হকিস্টিক, লাঠি নিয়ে মহড়া দেয় এবং জনগনকে ভয়ভিতী পদর্শন করে। এসকল ধারাবাহিক সন্ত্রাসী কার্যক্রমের ফলে পূর্বনির্ধারিত নির্বাচনী সভা স্থগিত করা হয়েছে।
এসকল বিষয়ে ধানের শীষের মেয়র প্রার্থী এডভোকেট কাজী খান জানান- ধানের শীষের পক্ষে এবং তার বিপুল সমর্থন দেখে নৌকা প্রার্থী ভিত হয়েছে ও বুঝতে পেরেছে নৌকা প্রার্থীর শতকরা ২০% সমর্থনও নাই। এই হেরে যাওয়ার ভিতীর কারনেই নৌকা প্রার্থী তার সন্ত্রাসী ও ক্যাডার দ্বারা ধানের শীষের বিরুদ্ধে এসব অরাজকতা এবং ষড়যন্ত্র মূলক কাজ চালাচ্ছেন। তিনি আরও বলেন, এমন ন্যাক্কারজনক হামলার কারনে সাধারন মানুষের ভিতরে আতঙ্ক কাজ করছে যার ফলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। তাছাড়াও বারনিরব ভূমিকার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে ধানের শীষ প্রার্থী বলেন আওয়ামী সন্ত্রাসীদের অরাজকতা ও ষড়যন্ত্রের পরেও প্রশাসনের নিরবতা জানান দেয় বার হামলার পরেও প্রশাসনের গনতন্ত্র আজ হারিয়ে গেছে