আশাশুনিতে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও জাল বিনষ্ট

আহসান উল্লাহ বাবলু, আশাশুনি  সাতক্ষীরা   প্রতিনিধিঃ আশাশুনিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরী করায় ২টি মিষ্টির দোকান মালিককে ভ্রাম্যমাণ আদালতে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও একই দিনে খোলপেটুয়া নদীতে রেণু পোনা নিধনের অপরাধে ৪টি অবৈধ জাল বিনষ্ট করা হয়। মঙ্গলবার সকালে সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজারের দুটি মিষ্টির দোকানের মালিককে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরী করায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে, বিকালে আশাশুনি সদর ইউনিয়নের খোলপেটুয়া নদীতে রেণু পোনা ধরার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ৪টি অবৈধ জাল জব্দ করে বিনষ্ট করা হয়েছে। এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, সহকারী মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ