হাসান রিফাত, চট্টগ্রাম প্রতিনিধিঃ বিকেল ৩ ঘটিকায় চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে বীব মুক্তিযোদ্ধার স্ত্রী চট্টগ্রাম পিডিবির পাহাড়তলী কার্যালয়ে এমএলএসএস পদে কর্মরত অবস্থায় মৃত মা নূরজাহান বেগমের ছেলের উদ্যেগে মায়ের পেনশনের টাকা পেতে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সংবাদ সম্মেলন করেন। উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের ছেলে নজরুল ইসলাম। তিনি বক্তব্যে বলেন-
গত ০৮ সেপ্টেম্বর ২০১৯ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তা সহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম এর হাতে লাঞ্চিত হওয়ায় এবং বিদ্যুৎ বিলের ৪০ হাজার টাকা জরিমানা করায় মানসিক চাপ সহ্য করতে না পেরে গত ২৫/০৪/২০২০ ইং ষ্টোক করে মারা যায়। মারা যাওয়ার পর তার মায়ের পেনসনের টাকা না দিয়ে উক্ত কার্যালয়ের কর্মকর্তা-
(ক) নির্বাহী প্রকৌশলী এ এফ এম নূরউদ্দিন।
(খ) উচ্চমান সহকারী মোঃ আনসার আলী।
(গ) উচ্চমান সহকারী মাহবুব আলম।
(ঘ) একাউন্ট অফিসার অন্জন কুমার চৌধুরী সহ প্রমূখ ব্যক্তিবর্গ নানাভাবে হেনস্তা করেন। এর প্রতিকার চেয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
২। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
(১) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চট্টগ্রাম বিভাগের আহ্বাবায়ক মোঃ আমিনুল ইসলাম,
(২) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চট্টগ্রাম বিভাগের যুগ্ম-আহ্বাবায়ক মোঃ কফিল উদ্দিন,
(৩) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চট্টগ্রাম মহানগরের আহ্বাবায়ক দেলোয়ার হোসেন রুবেল ও
(৪) প্রতিবেশী মোস্তাফিজুর রহমান, মোঃ সোহাগ আরেফিন মোঃ শাহীন আলম, হাসান রিফাত সহ প্রমূখ।