সিরাজগঞ্জে শিক্ষার গুণগত মানোন্নয়নে রিসোর্স টিচারদের সমন্বয় সভা

ডা.এম.এ.মান্নান,টাংগাইল জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলা শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত রিসোর্স টিচারদের নিয়ে জেলা শিক্ষা অফিসার জনাব শফী উল্লাহ মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

আজ সোমবার,১১ জানুয়ারি ২০২১ সকালে জেলা পরিষদ হল রুমে  সিরাজগঞ্জ জেলার সেসিপ কর্তৃক সকল রিসোর্স টিচারদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

জেলা শিক্ষা অফিসার সহ  সমন্বয় সভায় আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মোঃ আবুল হাসান চৌধুরী, জেলা সহকারী পরিদর্শক  শফিকুল ইসলাম, রবিউল হাসান মন্ডল, মাকসুদা পারভীন,জেলা ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর শাহ খন্দকার আব্দুল বারী, জেলা সহকারী পরিদর্শক ওমর ফারুক, সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার সাফা সাদরিয়া।

স্বাগত বক্তব্য রাখেন ঘুড়কা আদর্শ উচ্চ বিদ্যালয়ের রিসোর্স টিচার( ইংরেজি) মোঃ আমিনুল ইসলাম,পাইকপাড়া মডেল হাই স্কুলের রিসোর্স টিচার (বিজ্ঞান) নিলুফার ইয়াসমিন তৃপ্তি।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ধুকুড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের রিসোর্স টিচার (ইংরেজি)  রাসু সরকার।উপস্থিত ছিলেন সদর,রায়গঞ্জ, কাজীপুর, বেলকুচি,তারাশ উপজেলার রিসোর্স টিচারবৃন্দ।

উল্লেখ্য যে, প্রত্যন্ত অঞ্চলে অপেক্ষাকৃত কম সুবিধাসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ঝড়ে পড়ারোধ, পাশের হার বৃদ্ধি,  বাল্যবিবাহ রোধ, ইংরেজি, বিজ্ঞান ও গণিত বিষয়ে শিক্ষার্থীদের ভয়ভীতি কাটিয়ে মেধাবী করে গড়ে তোলার লক্ষ্যে শিক্ষা মন্ত্রনালয়ে অধীন সেকেন্ডারী এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ) ১৪২ টি উপজেলায় ১০০০ জন রিসোর্স টিচার নিয়োগ দেয়।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ