আহসান উল্লাহ বাবলু., আশাশুনি সাতক্ষীরা প্রতিনিধিঃআশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হেনা সাকিলের নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকালে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পুইজালা হাড়ির হাটখোলায় এ নির্বাচনী অফিস উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী। নির্বাচনী অফিস উদ্বোধন কালে সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল বলেন, আমি বিগত ১৮ বছর যাবত আওয়ামী লীগের চেয়ারম্যান হিসেবে সততা নিষ্ঠা ও আন্তরিকতার সাথে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে শ্রীউলা ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে চলেছি। ইউনিয়নের প্রতিটি দুর্যোগকালীন সময়ে আমি নিজের অর্থ দিয়ে ও জীবনের ঝুঁকি নিয়ে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সবকিছুর মোকাবেলা করেছি। আমার সবথেকে বড় সম্পদ জনগণ আর সেই জনগণের জন্যই আমি আমৃত্যু পর্যন্ত কাজ করে যাব। তিনি আরও বলেন,জনগণের দুঃখ-দুর্দশা ও অসহায়ত্বের সুযোগ নিয়ে যারা অপরাজনীতি করে তাদের বিরুদ্ধে আজকে সিদ্ধান্ত নিতে হবে। যারা আজ নির্বাচন করতে আসছে তারা যদি অর্থ দিয়ে সেদিন যদি এই নদী ভাঙ্গন কবলিত মানুষের পাশে এসে দাঁড়াতো তাহলে আমি তাদেরকে সাধুবাদ জানাতাম। কিন্তু সেই সময় এই প্রার্থীরা জনগণের পাশে না যেয়ে আজকে টাকা দিয়ে মানুষ কিনতে এসেছে এদের থেকে আপনারা সাবধান থাকবেন। আপনারা আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে এর সঠিক জবাব দিবেন। তিনি আগামী নির্বাচনে তার অসমাপ্ত কাজ সম্পন্ন ও শ্রীউলা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার জন্য তাকে পুনরায় নির্বাচিত করার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু,শ্রীউলা ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার মন্ডল,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ রায়হান সাদ, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সঞ্চয় মিশ্র প্রমুখ।
