পটিয়া পৌর উন্নয়নের জন্য লাঙ্গল মার্কার ভোট দিন: শামশু মাষ্টার

পটিয়া ( চট্টগ্রাম )প্রতিনিধিঃ গনসংযোগে জাতীয় পার্টি মনোনীত পটিয়া পৌর মেয়র  প্রার্থী শামসুল আলম মাস্টার ২৯ জানুয়ারি সকাল থেকে বিকেল পর্যন্ত ছবুর রোড়,কাস্তগীর পাড়া, তালতলা চৌকি, সুচক্রদন্ডী, সবজার পাড়া, সহ বিভিন্ন ওয়ার্ডে  
 উন্নয়নে লাঙ্গল মার্কায়  ভোট দেওয়ার আহবান জানিয়েছেন জাপার মেয়র প্রার্থী শামসুল আলম মাস্টার। তিনি  জনসংযোগ, বিভিন্ন সমাবেশ ও পথসভায় এসব কথা বলেন । পটিয়া পৌরসভার অধীনে পিছিয়ে পড়া ওয়ার্ডের বাসিন্দারা এখনও অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। এসব এলাকায়  সুয়ারেজ প্ল্যান্ট বাস্তবায়ন, ইকোনমিক জোন,   ভারি শিল্প এলাকাকে আধুনিক ইন্ড্রাস্ট্রিয়াল পার্ক গড়ার জন্য কাজ করবো। আপনারা লাঙ্গল কে  বিজয়ী করুন  আপনাদের সব কাজ করে দেবেন, সে দায়িত্ব আমি নিলাম।শামশু   মাষ্টার  বলেন লাঙ্গলের  গণজোয়ার সৃষ্টি হয়েছে উল্লেখ করে  বলেন, জনগণ উন্নয়ন চায়, বেঁচে থাকার গ্যারান্টি চায়, স্বাভাবিক ভাবে জীবনযাপনের নিশ্চয়তা চায়, তাই আজ  লাঙ্গলের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। পটিয়া পৌরবাসীর বৃহত্তর স্বার্থে  ১৪ ফেব্রুয়ারী লাঙ্গল মার্কায় ভোট দেওয়ার আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন সাবেক রফিক আহমদ, সাবেক কমিশনার নুরুল ইসলাম,  সেলিম চৌধুরী, মোস্তাক আহমদ, মাহবুবুর রহমান, মোঃ হোসাইন, জসিম উদ্দিন, জালাল প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ