ডা.এম.এ.মান্নান,টাংগাইল জেলা প্রতিনিধি:
আজ সোমবার,১১ জানুয়ারী ২০২১ খ্রি. "যুব খান ফাউন্ডেশন (জেকেএফ)" এর উপদেষ্টা হিসেবে যোগ দিলেন তথ্য মন্ত্রণালয়ের সহকারী সচিব ও গ্রন্থকার, অনুবাদক ও রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসক ডা. মুহাম্মদ মোয়াজ্জেম হোসেন।
"জেকেএফ" এর উপদেষ্টা হওয়ার ব্যাপারে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পরিচালক মোঃ রাইসুল ইসমাইল খান বলেন একজন পরোপকারী, মানবসেবী সম্মানিত সহকারী সচিব মুহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভাইকে পেয়ে আমরা গর্বিত।
আমরা দেখেছি তিনি বিভিন্ন সময়ে সমাজের জন্য সামাজিক কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত।
তাই "যুব খান ফাউন্ডেশন (জেকেএফ)" এর কার্যনিবাহী কমিটির সিদ্ধান্তক্রমে ওনাকে উপদেষ্টা বানানোর সিদ্ধান্ত গৃহীত হয় এবং ওনি তা সাদরে সম্মতি জ্ঞাপন করেন এবং পাশাপাশি "জেকেএফ" এর সফলতার জন্য সর্বোচ্চ মেধা, মনন, শ্রম দিয়ে সংগঠনের পক্ষে আর্তমানবতার কল্যাণে জন্য কাজ করার চেষ্টা করবে বলে জানিয়েছেন ।
তাই গনমাধ্যম কর্মীদের মাধ্যমে ডা.মুহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভাইকে "জেকেএফ" পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানায়। আশা করি "জেকেএফ" এর পাশে ই সবসময় থাকবেন। সব সময় ভাল পরামর্শ দিয়ে সংগঠনকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে এবং এতিম অসহায়দের পাশে দাঁড়াবেন।