হাসান সাদী ,নাগরপুর(টাংগাইল)প্রতিনিধি:
নাগরপুরে আগতাড়াইল চৌধুরী বাড়ির উদ্যোগে অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ সোমবার,১১ জানুয়ারী ২০২১ খ্রি. সকালে উপজেলার আগতাড়াইল চৌধুরী বাড়ির সন্তান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাউন্সিলর হাসিনা বারী চৌধুরি পরিবারের পক্ষ থেকে আগতাড়াইল আফছার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণের আয়োজন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর -দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
চৌধুরি পরিবারের সন্তান আরফান উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও শাহজাহান সিরাজ এর সঞ্চালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণে আরো উপস্থিত ছিলেন, ঢাকার সংরক্ষিত নারী আসনের সাংসদ শবনম জাহান শীলা, ঢাকা উত্তর মহানগর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নার্গিস খান, নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান, পাকুটিয়া ইউপি চেয়ারম্যান মো.সিদ্দিকুর রহমান, আমির উদ্দিন চৌধুরী, রফিক উদ্দিন চৌধুরী, আওয়ামীলীগ নেতা এম এ জিন্নাহ প্রমূখ।