নওগাঁ-৬ আসনে দাঁড়িপাল্লার পক্ষে মোঃ খবিরুল ইসলাম এর মনোনয়ন দাখিল


মোঃ রবিউল ইসলাম প্রতিনিধিঃ নওগাঁ -৬  আসনে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র দাখিল করেছেন দাঁড়িপাল্লার পক্ষে জামাত ইসলামের আত্রাই থানা সাবেক আমির ও পাঁচুপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ খবিরুল ইসলাম আজ সোমবার (২৯ ডিসেম্বর)  দুপুরে আত্রাই উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে দাঁড়িপাল্ল মার্কার মনোনয়নপত্র জমা দেন।মনোনয়ন দাখিলের পর মোঃ খবিরুল ইসলাম বলেন আমরা সকলে মিলে আত্রাই ও রানীনগর এর চাঁদাবাজমুক্ত, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত এবং ন্যায় ও ইনসাফ ভিত্তিক উপজেলা  হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ । তিনি বলেন, আমরা এমন একটি উপজেলা গড়তে চাই যেখানে কোনো চাঁদাবাজের স্থান হবে না। সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়াই আমাদের লক্ষ্য। কারিগরি শিক্ষার মাধ্যমে যুব সমাজের কর্মসংস্থানের বৃদ্ধি জন্য আমরা কাজ করে যাব   হাজারো বেকার যুবকের কর্মসংস্থানের জন্য আমরা কার্যকর উদ্যোগ গ্রহণ করব। যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে বেকারত্ব দূরীকরণই হবে আমাদের অগ্রাধিকার।তিনি আরো বলেন, আত্রাই ও রানীনগর হবে সব ধর্মের মানুষের জন্য নিরাপদ আশ্রয়স্থল। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে নির্ভয়ে তাদের ধর্মকর্ম পালন করতে পারেন এবং নিরাপদে বসবাস করতে পারেন, আমরা সেই পরিবেশ নিশ্চিত করব। কোনো অপশক্তি যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে ব্যাপারে জামাতে ইসলামী সজাগ থাকবে।এ সময়  এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ