মোহনগঞ্জে হাওরাঞ্চলের কৃষকদের বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি দেবে সেরা

আজহারুল ইসলাম মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার মোহনগঞ্জে বেসরকারি প্রতিষ্ঠান সেরা'র (সোসিও ইকোনমিক এন্ড রুরাল এ্যাডভান্সমেন্ট এসোসিয়েশন) সূচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা ফাও এর সহযোগীতায় ও এনজি'ও সংস্থা সেরার'র আয়োজেন সোমবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামানের সভাপতিত্বে সেরা'র ট্রেনিং স্পেশালিস্ট মো. খায়রুল ইসলাম আকন্দের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার শান্তা, সেরা'র নির্বাহী পরিচালক এস.এম মজিবুর রহমান, প্রকল্প পরিচালক ড. শওকত আকবর ফকির, উপজেলা মৎস্য কর্মকর্তা হুমাযুন কবির, প্রাণী সম্পদ কর্মকর্তা, কৃষি কর্মকর্তা মোস্তফা কামাল, ফাও এর প্রতিনিধি জয়ন্ত ভট্রাচার্য্য প্রমুখ। এ সময় গাগলাজুর ইউপির চেয়ারম্যান হাবিবুর রহমান হাবীব, বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা, সেরা'র মাঠ পর্যায়ের বিভিন্ন প্রতিনিধিসহ অনেকে উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা ফাও এর অর্থায়নে মোহনগঞ্জ উপজেলার চারটি ইউনিয়নের মোট ৫৭০ জন কৃষককে কৃষি কাজের যন্ত্রপাতি, বীজ সহ বিভিন্ন সহায়তা দেয়া হবে। এর মধ্যে ৩০০ জন কৃষককে ৩০টি টিমে ভাগ করে  সবজি উৎপাদন, পশু পালন ও মৎস্য চাষ বিষয়ে প্রশিক্ষণ করানো সহ তাদেরকে এ কাজে সহায়ক বিভিন্ন যন্ত্রপাতি দেয়া হবে। হাওর অঞ্চলের কৃষকদের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে পাইলট প্রকল্প হিসেবে এসব কাজ শুরু করবেন বলে জানান কর্মকর্তরা। মাঠ পর্যায় থেকে সঠিক কৃষক নির্বাচন করতে কৃষি কর্মতারা সহায়তা করবেন।  উপজেলার চারটি ইউনিয়ন হলো- বড়তলি-বানিহারি, গাগলাজুর, তেতুলিয়া ও সুয়াইর।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ