আকাশের নীল তাতার তরে,
খুজেছি আমি অনেক তোরে।।
সাজিয়ে রাখিব আমার ঘরে;
তুই কি হবি সেই আমার ওরে
যেথাই আমার প্রতি সরে,
মনের বন্ধন খেলা করে।
আসবি কি তার পরস ছুয়ে ।
রাগব বড় আপন করে ।
তারার মাঝে বিজলি করে-
দেখব তোকে মনটি ভরে ।
মিষ্টি সরে ডাকব তোরে
কাছে আয়না আমার নয়ন ওরে
