মোঃ আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার নড়াইল।।নড়াইল জেলাতে ঠান্ডায় ধান রোপনে কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছে। নড়াইল জেলার উপজেলা গুলোতে গত এক সপ্তাহ শীতের তাপমাত্রা রেকর্ড খুব বেশি। চলতি মাসে জেলায় শিতের তাপমাত্রা রেকর্ড কম ছিল বলে জানা যাই।
ভোর থেকেই জেলা জুড়ে ঘন কুয়াশা,ঠান্ডায় দিশেহারা কৃষকেরা। তবুও থেমে নেই, ধান রোপনে,সেই সাথে মৌসুম ফসলগুলো ভালো ফলন দেখা যাচ্ছে। সূর্য দেখার আগে থেকে মাঠে থাকছে কৃষকদের। এর মাঝে একদিন সূর্যের আলো চোখে পড়ে নাই, কিছু কৃষক বলেন, এত বড় শীতের ভিতর আমাদের খুব কষ্ট হচ্ছে, তবু আমরা থামবো না, মৌসুমী ফসল, ঘরে তুলব, ও ধান রোপন কাজে আমরা ব্যস্ত থাকবো।এসময় একজন বৃদ্ধ কৃষক বলেন, আবহাওয়া এভাবে চলতে থাকলে,ধান রোপনে ক্ষতিগ্রস্ত হবো। ও মৌসুম ফসল, গুলোর ও ক্ষতি হতে পারে বলে মনে হয়।

http://www.balboapark.us/gardens/rose_garden/index.htm
জবাবhttps://www.readpoetry.com/a-guide-to-ekphrastic-art-inspired-poetry/
জবাব