পটিয়া প্রতিনিধিঃ-১৭ জানুয়ারি দৈনিক জনতা ও চট্টগ্রাম মঞ্চসহ একটি জাতীয় পএিকা এবং একাধিক অনলাইন পএিকায় পটিয়ার ধলঘাটে এনজিও কর্মকর্তা হত্যার হুমকি মারধরের অভিযোগ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জহির আহমদ। প্রকৃত ঘটনা হলো মনোজিত চৌধুরী ও জহির আহমদ এর মধ্যে সামান্য ভুল বুঝাবুজি হয়। বিষয়টি স্থানীয় মান্যগন্য ব্যাক্তিবর্গের মধ্যেস্তায় সমাধান করে করা হয়। বিষয়টি নিশ্চিত করেন পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার। উক্ত সংবাদে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান জহির আহমদ।
