দৈনিক নব দেশ বার্তা পত্রিকার নববর্ষের শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রতিনিধি,হাসান রিফাত: ১জানুয়ারী।চট্টগ্রামের ইপিজেড থানাধীন বন্দরটিলা এলাকায় দৈনিক নব দেশ বার্তা পত্রিকার বিভাগীয় কার্যালয়ে ইংরেজী নববর্ষ-২০২১পালন কল্পে  এক শুভেচ্ছা ও মতবিনিময় সভা ০১জানুয়ারী শুক্রবার  সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। পত্রিকার  সম্পাদক ও প্রকাশক মোঃ হোসেন মিন্টুর সভাপতিত্বে 
মতবিনিময় সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক মুক্তবানী পত্রিকার সিনিয়র রিপোটার,চিটাগং ডেইলী.কমের সিনিয়র রিপোটার মুঃবাবুল হোসেন বাবলা। 
অন্যান্যরে মধ্যে দৈনিক নবদোয় পকিার সাংবাদিক মোঃ শহিদুল ইসলাম(শহিদ),সাংবাদিক কে.এম সাইফুল ইসলাম সহ আরো বেশ কয়েকজন তরুন সংগঠক,সমাজকর্মী  ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় নেতৃবৃন্দরা সাংবাদিক মিন্টুর দায়িত্বে দৈনিক নব দেশ বার্তা পত্রিকা কে চট্টগ্রাম অঞ্চলে স্বচ্ছ খবর প্রকাশ করে জাতির সামনে দেশের উন্নয়ন মূলক কাজ গুলো তুলে ধরে জনগণ কে তথ্য নির্ভর ডিজিটাল প্রকাশনা উপহার দিতে পারেন। শেষে চা-চক্র, মিষ্টি খাওয়া ও কৌশল বিনিময় করে নববর্ষ কে স্বাগত জানান এবং আগামী দিন যেন শান্তি ময় হয় তার জন্য প্রার্থনা করেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ