বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম,
কুলাউড়া উপজেলার ৮নং রাউৎগাঁও ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ভবানীপুর হযরত ইউসুফ শাহ রহঃ এর ঈসালে সাওয়াব উপলক্ষে খতমে কোরআন,খতমে বুখারী, খতমে খাজেগান ,মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
আগামী ০৩/০২/২০২১ ইং ২০ মাঘ রোজ বুধবার দুপুর ২ ঘটিকা হইতে মধ্য রাত পর্যন্ত মাহফিল অনুষ্ঠিত হবে।উক্ত ওয়াজ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করিবেন, এ.কে.এম মোজ্জামেল আহমদ।
প্রধান অতিথি হযরত মাওঃ সোহরাব হোসেন সাহেব, একরাম নগরী।
প্রধান বক্তা হযরত মাওঃ মখলিছুর রহমান সাহেব, হবিগঞ্জী।
বিশেষ অতিথিবৃন্দ, হযরত মাওঃ আব্দুস সালাম সাহেব, সুপার ভবানীপুর ছি,পি দাখিল মাদ্রাসা। হযরত মাওঃ আহসান হাবীব রাজুল, ইমাম বি,আর,টিসি,এল পাঞ্জেগানা জামে মসজিদ কুলাউড়া। হাফিজ মাওঃ আব্দুর রাজ্জাক সাহেব, ইমাম ও খতিব পশ্চিম ভবানীপুর জামে মসজিদ।
এছাড়া আরো স্থানীয় উলামায়ে কেরামগণ ওয়াজ ফরমাইবেন।উক্ত মোবারক মাহফিলে সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগীতা কামনা করছি।
>>>দাওয়াতক্রমে<<<
মাজার পরিচালনা কমিটির পক্ষে
মোঃ সিরাজুল ইসলাম (শায়েখ)
সাধারণ সম্পাদক
প্রয়োজনেঃ 01726975501