বাবা-মায়ের প্রতি সবাই যেন একটু কেয়ারিং হই

জীবনটা অনেক ছোট্ট.এই ছোট্ট জীবনে কতো ভালোবাসা।সকল ভালোবাসার মাঝে মধুর ভালোবাসা বাবা-মায়ের।যে ভালোবাসার মাঝে নেই কোন চাওয়া পাওয়া।সন্তানের জন্য বাবা-মা হচ্ছে অমূল্য সম্পদ। 
এই পৃথিবীতে যার এই সম্পদ হারিয়েছে সেই বুঝে বাবা-মা হারানোর ব্যথা।

'বাবা-মা থাকতে বাবা-মায়ের মূল্যায়ন করো'
'বাবা-মা দুনিয়া থেকে চলে গেলে ফিরে আর আসবে না'

জীবনে অর্থকড়ি টাকা পয়সা হারিয়ে গেলে পাওয়া যাবে,কিন্তু বাবা-মা হারালে পাওয়া যাবেনা।
বাবা-মায়ের মৃত্যু হলে,আল্লাহর কাছে শত বার মাথা ঠুকলেও আর ফিরে পাওয়া যাবেনা।মৃত্যু কখনো কার দুয়ারে আসবে বলা যায় না।
তাই যেই সময়টুকু বাবা-মা কে কাছে পাওয়া যায়.তাদের ভালোবাসা,যত্ন আর সম্মানের সাথে আগলে রাখো।

বাবা-মা আছে তো সব আছে বাবা-মা নেই তো কিছুই নেই। বাবা-মা থাকতে বাবা-মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো।শত কাজের মাঝে ও বাবা-মা কে সময় দিন বাবা-মায়ের সঙ্গে কথা বলুন।

আল্লাহর কাছে দোয়া করি এই পৃথিবীতে যত সন্তানের মা বাবা এই দুনিয়া ছেড়ে চলে গেছেন।তাদের কবরের জিন্দেগীকে আল্লাহ যেন শান্তির জিন্দেগী হিসেবে কবুল করেন।এবং যাদের বাবা-মা বেঁচে আছেন নেক হায়াত দান করেন।            (-আমীন-)

.                        আকরাম হোসাইন
'ব্যবস্থাপনা সম্পাদক-দৈনিক খবরের ডাকঘর পত্রিকা'
'মৌলভীবাজার জেলা প্রতিনিধি-দৈনিক কপোতাক্ষ নিউজ পত্রিকা'-'প্রতিনিধি-দৈনিক ইতি কথা পত্রিকা'

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ