বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা পৌর শাখার র্যালি অনুষ্ঠিত

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরায় বনাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী। 

শনিবার (৯ জানুয়ারি)  সকাল ১০ টায় বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ সাতক্ষীরা পৌর শাখার উদ্যোগে,  ৯ টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক এর সমন্বয়ে, পৌর সভাপতি মোঃ আসাদুজ্জামান লাভলু ও সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে, শহীদ আব্দুর রাজ্জাক পার্ক হতে বিশাল এক র্যালি সহযোগে, প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশ স্থলে মিলিত হয়।

র্যালিতে আরো অংশ নেয় বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সাতক্ষীরা পৌর শাখার সহ সভাপতি ও পৌর ২ নং ওয়ার্ড এর সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, পৌর ২ নং ওয়ার্ড শাখার মন্টু দাশ, পৌর ১ নং ওয়ার্ড শাখার সভাপতি মোঃ আনারুল ইসলামসহ প্রতিটি ওয়ার্ডের কয়েকশতাধীক নেতাকর্মী। 

র্যালি শেষে সাতক্ষীরা পি এন হাই স্কুল ময়দানে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সাতক্ষীরা জেলা সভাপতি এডভোকেট আল মাহমুদ পলাশ এর সভাপতিত্বে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম।

১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন ঘোষণা করেন, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ মোঃ জহিরউদ্দিন মবু,
এসময় উপস্থিত ছিলেন, দৈনিক কালের চিত্র সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হারুণ অর রশিদ, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের জাতীয় নেত্রী মোঃ শাহানারা খাতুন শানু সহ কেন্দ্রীয় ও স্থানীয় সকল নেতা কর্মী।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ