একুশ মানে নতুন কিছু
একুশ মানে আশা
এই একুশ ই দিয়েছে এনে
মায়ের বাংলা ভাষা,,,,
বাংলা মানে মায়ের ভাষা
প্রাণ খুলে তা বলি
একুশ মানে স্বাধীনতা
খোলা মনে চলি,,,,
রফিক শফিক জব্বার আলী
শহীদ হয়েছেন তাই
তাদের অবদানে আজকে মোরা
বাংলায় গান গাই,,,,
অনেক শহীদের রক্তের দামে
পেয়েছি স্বাধীনতা
ভাষা হল তার প্রথম দান আর
মানেনি অধীনতা,,,
বাংলা ভাষায় কথা বলি আর
বাংলা বইয়ের পাঠে
বাংলা ভাষায় রাখাল ছেলেরা
মন খুলে গাই মাঠে,,,,
বাংলা মোদের প্রাণের ভাষা
বাংলায় গান গাই
মুখের কথা বাংলায় বলে
অনেক স্বস্তি পাই,,,,
রাখালের বাশি বাংলায় বাজে
জারি সারি গান
বাংলার বাউল বাংলার মানুষ
পেয়েছে যেন প্রাণ,,,,
ভাষার কারনে শহীদ মিনার
শত শত ফুলে সাজে
ভাষা জন্যই মাঠে ময়দানে
রণ-সংগীত বাজে,,,,
শহীদের দানে পেয়েছি আমরা
শহীদ মিনার ভাই
তাইতো আমরা মনের কথা
এই বাংলাতে বলতে চাই,,,,
অন্যের দানে পাইনি আমরা
এমন সুন্দর দেশ
ভাষা দিয়েই করতে চেয়েছিলো
অনেক কিছু শেষ,,,,
বাংলাতে তাই কথা বলি
বাংলায় বাধি ঘর
বাংলা ভাষা মোদের বাচার আশা
হয়না যেন পর,,,,।।।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারী শহীদ হওয়া সকল শহীদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও ভালবাসা,,,,