লালমনিরহাটে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রেখে রক্তের গ্রুপ নিরূপণ" কর্মসূচি পালন

রশিদুল ইসলাম রিপন, লালমনিরহাট জেলা প্রতিনিধি.স্বেচ্ছায় করি রক্তদান হাসবে রোগী বাঁচবে প্রাণ। এই স্লোগানকে সামনে রেখে 'সেবা নীড়' - একটি অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ, আজ একুশে ফেব্রুয়ারি ২০২১, লালমনিরহাট জেলা, আদিতমারী উপজেলার ভেলাবাড়িতে "রক্তের গ্রুপ নিরূপণ" কর্মসূচি পালন করেছে। এই কর্মসূচিতে ৫০০ জন ব্যক্তির রক্তের গ্রুপ ফ্রিতে নির্ণয় করে দেওয়া হয়।
সেবা নীড়ের পরিচালক মোঃ সাজু খাঁন বলেন, সেবা নীড় সংগঠন একদিন ৬৪ জেলার অসহায় মানুষদের পাশে দাঁড়াবেন। ৬৪ জেলার মানুষের জন্য কাজ করবেন। তিনি আজকের প্রোগ্রামে যারা নিরলসভাবে কাজ করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন,
এবং ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ