রাত পোহালেই চৌগাছা পৌর নির্বাচনঃ কে হচ্ছেন চতুর্থ মেয়র?

চৌগাছা(যশোর) প্রতিনিধিঃ

রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে যশোরের চৌগাছা পৌরসভার নির্বাচন। ইতিমধ্যে  নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে নির্বাচন অফিস জানিয়েছেন। 

নির্বাচনে মোট ভোটার রয়েছে ১৭ হাজার ২শ ৪৮ জন, এর মধ্যে পুরুষ  ভোটার ৮ হাজার ৫'শ ২জন ও মহিলা ভোটার ৮ হাজার ৭'শ ৪৬ জন। মোট ১০ টি ভোট কেন্দ্র ইভিএম এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যে ১০ জন প্রিজাইডিং অফিসার, ৫৮ জন সহকারি প্রিজাইডিং অফিসার, ১১৬ জন পুলিং এজেন্ট ও ১০ জন অপারেটর নিয়োগ দেয়া হয়েছে। ভোট কেন্দ্রে মোট বুথ রয়েছে ৫৮টি। এছাড়া প্রতিটি ওয়ার্ডে পুলিশ, আনসার ভিডিপির সদস্যসহ ১ জন মেজিস্ট্রেটের নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে।

 পৌর নির্বাচনে মেয়র পদে লড়াই করছেন ৪ জন। তারা হলেন বাংলাদেশ  আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল (নৌকা), বিএনপির মনোনীত মেয়র প্রার্থী আব্দুল হালিম চঞ্চল (ধানের শীষ), জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী কামাল আহমেদ (জগ) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শিহাব উদ্দিন (হাত পাখা)।

৯ জন সাধারণ কাউন্সিলরের বিপরীতে ৩৫ জন ভোট যুদ্ধে অংশ গ্রহন করেছেন। তারা হলেন ১ নং ওয়ার্ডে আনিছুর রহমান, আবু আহসান ও সুমন হোসেন, ২ নং ওয়ার্ডে শাহিদুল ইসলাম ও বকুল হোসেন, ৩ নং ওয়ার্ডে হাচানুর রহমান, সোহেল রানা উজ্জ্বল, জামাত আলী মৃধা, আব্দুল ওয়াদুদ, মোঃ শান্তি মিয়া ও হারুন অর রশিদ, ৪নং ওয়ার্ডে সিদ্দিকুর রহমান ও মোফাজ্জেল হোসেন, ৫ নং ওয়ার্ডে গোলাম মোস্তফা, সিরাজুল ইসলাম সাগর ও সাজ্জাদুর রহমান, ৬নং ওয়ার্ডে আতিয়ার রহমান, আবুল খায়ের, আনিছুর রহমান, সাদ্দাম হোসেন ও কাত্তিক চন্দ্র দে, ৭ নং ওয়ার্ডে আব্দুর রহমান, রশিদুল ইসলাম, শাহিনুর রহমান শাহিন ও রুহুল আমিন, ৮ নং ওয়ার্ডে মোঃ শাহিন, সাইফুল ইসলাম, উজ্জল হোসেন ও আব্দুল মুজিদ এবং ৯ নং ওয়ার্ডে আনিছুর রহমান, আতিয়ার রহমান, জুয়েল রানা, নাজমুল হুসাইন, গোলাম মোস্তফা ও আনোয়ার হোসেন।

এছাড়া ৩ জন সংরক্ষিত কাউন্সিলর পদের বিপরীতে ১১ জন প্রার্থী ভোট যুদ্ধ করছেন। তারা হলেন ১ নং ওয়ার্ডে সাবিনা খাতুন, ফাতেমা খাতুন ও তৌহিদা খাতুন। ২ নং ওয়ার্ডে জোসনা খাতুন, জেসমিন আক্তার, মোছাঃ রুনা, সাইবি বেগম ও আল্পনা মিশ্র এবং ৩ নং ওয়ার্ডে জহুরা খাতুন, রাফেজা খানম ও শামছুন নাহার।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ