পিরোজপুর প্রতিনিধিঃ আগামী শুক্রবার ১৯/০২/২০২১ দুপুর ১২ টায় আপনাদের প্রিয় চ্যানেন বৈশাখী মাল্টিমিডিয়ায় শুভ মুক্তি পাবে নতুন টেলিফিল্ম "মনে যারে চায়"। ধনি গরিবের ব্যবধান নিয়ে তৈরি করা হয়েছে এই টেলিফিল্মটি।
মনে যারে চায় টেলিফিল্মটি পরিবেশনায় বৈশাখী মাল্টিমিডিয়া,
রচনাঃ সোহরাব মাষ্টার,
চিত্রনাট্য পরিচালনা ও ভিডিও সম্পাদনা
মোঃ নূরুল ইসলাম(রাসেল)।
টেলিফিল্ম টি দেখতে আমাদের ইউটিউব লিংকে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।
মনে যারে চায় টেলিফিল্ম অভিনয় করেছেন।
নবাগত অভিনেতা -
নায়ক মিঠুন কুমার রাজ।
নায়িকা ফারজানা ইসলাম আয়রা।
সাইড নায়ক রাসেল মাঝী।
রাকিবুল হাসান /আলম শেখ/ব্রোজোনাথ ঢালী।
পরিচালক নুরুল ইসলাম রাসেল বলেন "মনে যারে চায়" টেলিফিল্মটি
সম্পূর্ন একটি ব্যতিক্রম ধরনের বিরহের ভালোবাসার কাহিনী নিয়ে সাজানো হয়েছে। ধনি ও গরিবের মধ্যে যে পার্থক্য তা সুন্দর ভাবে ফুটে উঠেছে। আমরা আশা করি আমাদের টেলিফিল্মটি আপনাদের হৃদয় ছুয়ে যাবে। মনে যারে চায় টেলিফিল্ম যদি আপনাদের ভালো লাগে তবেই আমাদের পরিশ্রম সার্থক হবে।আপনারা অবশ্যই টেলিফিল্ম মনে যারে চায় শেয়ার ও কমেন্ট করবেন।
অভিনেতা রাজ বলেন, মনে যারে চায় টেলিফিল্মটি ভালোবাসা, বিরহ, ধনী, গরীব এবং অহংকারের কাহিনী নিয়ে তৈরি করা হয়েছে। মনে যারে চায় টেলিফিল্মটি আশা করি আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে।
নিচের লিংকটি ক্লিক করে চ্যানেলটি সাবক্রাইব করুন। https://youtube.com/channel/UC9z_tZB-rUTphDweSCa3I4A