সিরাজগঞ্জে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে বাল্যবিবাহ থেকে রক্ষা করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

মাসুদ রানা সিরাজগঞ্জ জেলাপ্রতিনিধিঃসিরাজগঞ্জে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে বাল্যবিবাহ থেকে রক্ষা করলেন সিরাজগঞ্জের সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ রহমত উল্লাহ।তিনি বলেন বৃহস্পতিবার  সন্ধ্যা ৬ টায় সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর (১৫) বাল্য বিয়ে হচ্ছে সংবাদ পেয়ে কনের বাসায় অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত কনের বাবার  নিকট থেকে প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বে বিয়ে দিবেন না মর্মে মুচলেকা নেয়া হয় এবং বরকে ও কনের বাবাকে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড করেন।
এসময় মোবাইল কোর্ট পরিচালনায় সিরাজগঞ্জ সদর থানা পুলিশ, উপজেলা ভূমি অফিসের স্টাফগণ সহযোগিতা করেন বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ