স্বার্থপর মানুষ আমরা
স্বার্থ ছাড়া বুঝিনা
স্বার্থে যখন লাগে আঘাত
আপন পর চিনিনা,,
আপন সবাই পর হয়ে যায়
স্বার্থে লাগলে ঘা
কথায় কথায় অহংকার আর
মুখে বাড়ায় পা,,,,
একই মায়ের সন্তান হলেও
স্বার্থ তাতে থাকে
ভায়ের জন্য হয়না মায়া
গাছ তলাতে রাখে,,,
স্বার্থ মানে একে অন্যের
বড় কোন আঘাত করা
স্বার্থ মানে আপন মানুষের
গোপন করে মারা,,,
মায়া দয়া দুর চলে যায়
স্বার্থে কমতি হলে
স্বার্থ নাকি বেঈমান করে
সব মানুষ ই বলে,,,
সুখের সময় সবাই থাকে
দুঃখের সময় থাকেনা
কষ্টের মাঝে আপন কেউ ই
কোন খবর রাখেনা,,,
মুখে বলে ভাল ভাল
আসলে সেটা না
স্বার্থে আঘাত লেগে গেলে
কারো পাশে পাবা না,,,
কাজের আগে ভাই ভাগার আর
কাজের শেষে বোকা
কাজ ফুরালে মনের মানুষও
দিয়ে যায় যে ধোকা,,,
নিরব রাত্রী জেগে ভাবি
কি হবে এসব করে
স্বার্থপর মানুষ গুলোও
যাবেতাে একদিন মরে,,,
স্বার্থ স্বার্থ করে তোমরা
পাপ করো না আর
শেষে তোমার ঠিকানা হবে
ঐ না কবর ঘর,,,,।।