শম্ভুগঞ্জ রক্ত সহায়তা কেন্দ্র এর ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন

আবুল হাসনাত রাতুল, শম্ভুগঞ্জ প্রতিনিধিঃ আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি এ স্লোগান মুখে মুখে মুখরিত। ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর ৩৩ নং ওয়ার্ড শম্ভুগঞ্জ-এ শহীদ মিনারে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শম্ভুগঞ্জ এর বিভিন্ন স্কুল-কলেজ, সংঘটন ও বিভিন্ন রাজনৈতিক দল ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন জানায়। তেমনি শম্ভুগঞ্জ এর একটি অন্নতম সংঘটন "শম্ভুগঞ্জ রক্ত সহায়তা কেন্দ্র" ২১ ফেব্রুয়ারিতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। নেতৃত্ব ছিলেন আরিফুল ইসলাম টুটুল।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ
২৯ মে, ২০২১ এ ৪:৪১ PM

এক ব্যাগ AB- রক্তের খুব প্রয়োজন ৷ রগীর জরুরী অপারেশন করা দরকার

জবাব
avatar