রাষ্ট্রীয় মর্যাদায় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদের দাফন সম্পন্ন

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃরাষ্ট্রীয় মর্যাদায় বর্ষীয়ান রাজনীতিবিদ সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক সংসদ সদস্য ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান  বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহম্মেদের দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুরে মরহুমের প্রথম নামাজে জানাজা সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত হয়। উক্ত জানাজা নামাজে উপস্থিত ছিলেন,  সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলামসহ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ প্রশাসনে কর্মকর্তা-কর্মচারী, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ সাতক্ষীরার আপামর জনতা অংশগ্রহণ করেন।

বাদ আছর পারুলিয়া হাইস্কুল মাঠে দ্বিতীয়  জানাজা নামাজে সাতক্ষীরা ৩ আসনের এমপি অধ্যাপক ডা. রুহুল হক, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান মুজিবর রহমান, দেবহাটা সার্কেলের সিনিয়র এএসপি শেখ ইয়াছিন আলী, দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা, দেবহাটা থানার ওসি (তদন্ত) ফরিদ আহম্মেদ, কুমিল্লা (
৩) আসনের এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুনের পক্ষে সফিউল্লাহ ভূইয়া সাগর, কলারোয়ার সাবেক এমপি ইঞ্জিনিয়ার মুজিবর রহমান, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাড. গোলাম মোস্তফা, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, শ্যামনগরের উপজেলা চেয়ারম্যান দোলনসহ বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃবৃন্দ।

জানাজানামাজান্তে পারুলিয়ায় পারিবারিক কবর স্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে।সোমবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা তিনি ইন্তেকাল করেন। 
মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৮১) বছর। 

তিনি করোনা আক্রান্ত হয়ে সাতক্ষীরা সিবি হাসপাতালে গত একমাসের অধিক সময়কাল চিকিৎসাধীন থাকার পর গত ১২ জানুয়ারি সন্ধ্যায়  বাংলাদেশ বিমান বাহিনীর একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় নেওয়া হয়।

মুনসুর আহমেদ ১৯৪৮ সালে সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়ায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম হামিজ উদ্দীন এবং মাতার নাম মরহুমা দেলজান বিবি। 

সাতক্ষীরা পিএন হাইস্কুল থেকে তিনি এসএসসি পাশ করেন এবং খুলনা কমার্স কলেজ থেকে  স্নাতক পাশ করেন। ছাত্র জীবন থেকেই তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক হিসেবে বিভিন্ন আন্দোলন সংগ্রামের সাথে যুক্ত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ