ওয়ান্ডে ওয়েস্ট ইন্ডিজকে বাংলাওয়াশ করার পর এবার টেস্ট শুরু

টস চলছে
স্পোর্টস রিপোর্টারঃ তিন  ম্যাচের ওয়ানডে সিরিজেওয়েস্ট ইন্ডিজকে বাংলাওয়াশ করেছে স্বাগতিক বাংলাদেশ। সফরে বাকি দুই টেস্টের প্রথমটিতে আজ বাংলাদেশ সময় ৯ঃ৩০ মিনিটে মাঠে নামবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। দর্শকরা সরাসরি দেখতে পারবেন টি স্পোর্টস ও নাগরিক টিভির পর্দায়। 

আজ প্রথম টেস্টে টসে জিতে ব্যাটিং সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ৭ ব্যাটসম্যান, ৩ স্পিনার ও ১ পেসার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। 
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত,  মুমিনুল হক (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম,  লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, জার্মেইন ব্ল্যাকউড, শেইন মোসলে, ক্রুমাহ বোনার, জশুয়া ডা সিলভা (উইকেটরক্ষক), রাখিম কর্নওয়াল, কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েল, জোমেল ওয়ারিক্যান ও কাইল মায়ের্স।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ